আমুদরিয়া নিউজ: ব্রিকসের সঙ্গে যেসমস্ত দেশ জড়িয়ে থাকবে তাদের উপর ১০ শতাংশ অতিরিক্ত কর চাপানো হবে। ব্রিকস সম্মেলন চলার মাঝেই রবিবার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিকসকে ‘আমেরিকাবিরোধী’ বলেও তোপ দেগে সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘‘ব্রিক্স-এর আমেরিকাবিরোধী নীতির সঙ্গে কোনও দেশ যুক্ত হলে তাদের উপর বাড়তি ১০ শতাংশ কর চাপানো হবে। এর কোনও ব্যতিক্রম হবে না।’’ ব্রাজ়িলের রিও ডি জেনেইরো শহরে চলছে দু’দিনের এই আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে যোগ দিতে বর্তমানে ব্রাজিলে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিক্স-এর প্রাথমিক সদস্য দেশগুলির মধ্যে ভারত ছাড়াও রয়েছে চিন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এ ছাড়াও পরে এই জোটে যোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, ইরান, ইথিওপিয়া, মিশর এবং ইন্দোনেশিয়া।
