আমুদরিয়া নিউজ: পরিত্যক্ত কয়লাখনিতে ধস নেমে মৃত্যু হল অন্তত চার শ্রমিকের। শনিবার ভোরে ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের রামগড় জেলায়। পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে বেশ কয়েকজন মিলে ওই পরিত্যক্ত খোলামুখ খনি থেকে অবৈধভাবে কয়লা তুলছিল। সেই সময়ই হঠাৎ ধসে পড়ে ওই খনির ছাদের একাংশ। তার জেরে বেশ কয়েক জন শ্রমিক চাপা পড়ে। তাঁদের মধ্যে চাপজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। রামগড়ের ডেপুটি কমিশনার ফয়েজ আক আহমেদ মুমতাজ জানিয়েছেন, পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। উদ্ধারকাজ চলছে।