আমুদরিয়া নিউজ: আইনে পরিণত হল বিতর্কিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’। শুক্রবার বিলটিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই তা আইনে পরিণত হয়। বিলটিতে স্বাক্ষরকে কেন্দ্র করে ওয়াশিংটনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত হয়েছিলেন ট্রাম্পের বহু সমর্থক। এমনকী বিলটির সমর্থনে সেনাবাহিনীর তরফে সামরিক বিমান মহড়ারও আয়োজন করা হয়েছিল। এই আইনের মাধ্যমে মার্কিন সরকার খরচে বিপুল কাটছাঁট করতে চলেছে। বদলাতে চলেছে দেশের অভ্যন্তরীণ কর ব্যবস্থাও। বিলে সই করার পর ট্রাম্প বলেন, “প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সেই প্রতিশ্রিতি রক্ষাও করেছি। দেশকে আগে এত খুশি হয়ে আমি কখনও দেখিনি। এই আইনের মাধ্যমে সমাজে সকল শ্রেণির মানুষ উপকৃত হবেন। সীমান্ত সুরক্ষায় আমেরিকার ইতিহাসে বৃহত্তম বিনিয়োগ হতে চলেছে।” বৃহস্পতিবার ২১৮-২১৪ ভোটে মার্কিন কংগ্রেসে পাশ হয় ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’।
