আমুদরিয়া নিউজ: চলতি মাসেই ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর তেমনটাই। জানা যাচ্ছে আগামী ১৮ তারিখ তাঁর বাংলায় আসার সম্ভাবনা রয়েছে। দমদম কিংবা বারাসতের কোথাও জনসভা করতে পারেন তিনি। এর আগে মে মাসে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। এবার দক্ষিণবঙ্গে তাঁর জনসভা। বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন শমীক ভট্টাচার্য। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। নতুন রাজ্য সভাপতিকে পাশে নিয়ে কি বার্তা দেন মোদি সেদিকেই নজর থাকবে।
