আমুদরিয়া নিউজ: ১০০ নম্বরে পরীক্ষা অথচ পড়ুয়া পেয়েছেন ২৫৭ নম্বর। এমনও কি সম্ভব? ঘটনাটি বিহারের মুজফ্ফরপুরের বাবাসাহেব অম্বেডকর বিশ্ববিদ্যালয়ের। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে একটি সেমিস্টারের ফল প্রকাশ হয়। তাতে দেখা যায় এক পড়ুয়া ১০০ নম্বর লেখা পরীক্ষায় ২৫৭ নম্বর পেয়েছেন। শুধু তা-ই নয়, ওই পড়ুয়াই আবার ৩০ নম্বর প্র্যাক্টিক্যাল পরীক্ষায় পেয়েছেন ২২৫। এত নম্বর পাওয়ার পরও পাশ করতে পারেনি পড়ুয়া! ঘটনা সামনে আসতে হইচই শুরু হয়েছে বিহারজুড়ে। কেন এই ধরনের ফলাফল, তা নিয়েও তদন্তের দাবি তুলেছেন ছাত্রছাত্রীরা। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক অধ্যাপক রাম কুমার জানিয়েছেন, এই সমস্যা টেকনিক্যাল বা মানুষের ভুল হতে পারে। আগামী দুই দিনের মধ্যে সমস্ত মার্কশীট ঠিক করে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে।