আমুদরিয়া নিউজ : শমীক ভট্টাচার্য পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এখন তিনি রাজ্যসভার সাংসদ। ৮ বছর বয়সে ১৯৭১ সালে স্বয়ংসেবক সংঘে যোগ দেন। তার পরে দক্ষিণ হাওড়া মণ্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন। তিন দফায় বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক পদে ছিলেন। বসিরহাটের বিধায়কও ছিলেন। এখন তিনি বিজেপির অন্যতম মুখপাত্রও। অপারেশন সিঁদুরের সাফল্যের বিষয়টি বিদেশে তুলে ধরতে যে প্রতিনিধি দল গিয়েছিল তাতে তিনিও ছিলেন। রাজ্যে বিধানসভা ভোট আসছে। ২০২৬ সালের ভোটের আগে বিজেপির হাল কতটা ফেরাতে পারেন সেটাঅই দেখার বিষয়।