আমুদরিয়া নিউজ: বুধবার থেকে বার্মিংহ্যামের এজবাস্টনে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। সোমবার ইংল্যান্ড তাদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। প্রথম টেস্টে খেলা দলে কোনও পরিবর্তন করেননি বেন স্টোকসরা। আঙুলের চোট সারিয়ে আর্চার চার বছর পর ফের টেস্ট দলে সুযোগ পেয়েছেন। কিন্তু প্রথম একাদশে জায়গা হল না তাঁর। জশ টং, ব্রাইডন কার্স এবং ক্রিস ওকসের উপরেই ভরসা রাখছে ইংল্যান্ড। ইংল্যান্ড এই মুহূর্তে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। হেড টু হেড হিসেবে এটি হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যে ১৩৮তম টেস্ট ম্যাচ। এর আগে ১৩৭টি টেস্টে ভারত ৩৫টি ও ইংল্যান্ড ৫২টি জিতেছে। ৫০টি টেস্ট ড্র হয়েছে। এজবাস্টনে আজ পর্যন্ত কোনও টেস্ট ম্যাচ জিততে পারেনি ভারত।
ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং, শোয়েব বশির।