আমুদরিয়া নিউজ: আমেরিকার ওহাইয়োতে বিমান ভেঙে পড়ে মৃত্যু হল পাইলট-সহ ছ’জনের। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে। বিমানটি ওহাইয়োর ইয়ংস্টাউন-ওয়ারেন বিমানবন্দর থেকে মনটানার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। পাইলট-সহ মোট ছ’জন যাত্রী ভিতরে ছিলেন। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই তা বিমানবন্দরের কাছে একটি জঙ্গলে ভেঙে পড়ে। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। জানা গিয়েছে, বিমানটি একটি প্রাইভেট জেট ছিল। দুর্ঘটনায় প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। সূত্রের খবর, মৃত চার যাত্রী একই পরিবারের সদস্য। তাঁরা ছুটি কাটাতে যাচ্ছিলেন। কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। তবে তদন্তকারীদের অনুমান, সম্ভবত ইঞ্জিনের ত্রুটির কারণেই বিমানটি ভেঙে পড়ে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
