আমুদরিয়া নিউজ: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলের মান্ডি। গত কয়েক দিন ধরে হিমাচলের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও আবার একই দিনে পর পর কয়েক বার মেঘভাঙা বৃষ্টি হচ্ছে। তার জেরে হড়পা বান এবং ধসও নামছে জায়গায় জায়গায়। মঙ্গলবার সকালে মান্ডি জেলার করসোগে পর পর চার বার মেঘভাঙা বৃষ্টি হয়। বসতি এলাকায় হড়পা বান নেমে বেশ কিছু বাড়ি ভেসে গিয়েছে। নিখোঁজ অনেকে। হড়পা বানে পটিকারী জলবিদ্যুৎ কেন্দ্রেরও ক্ষতি হয়েছে। বিপাশা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। জলের চাপ বাড়তে থাকায় শেষমেশ পন্ডোহ বাঁধের গেট খুলে দেওয়া হয়। তাতে প্লাবিত হয় বহু এলাকা। অন্য দিকে, কিরতপুর-মনালী জাতীয় সড়কে ধস নামার ফলে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। প্রশাসনের তরফে মঙ্গলবার মান্ডি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী। ৬ জুলাই পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
