আমুদরিয়া নিউজ: জুলাই মাসের শুরুতেই কমল বাণিজ্যিক গ্যাসের দাম। কেন্দ্রীয় তেল ও পেট্রোলিয়াম মন্ত্রক ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ৫৮.৫০ টাকা কমিয়েছে। দিল্লিতে আগে যেখানে বাণিজ্যিক এলপিজি গ্যাসের সিলিন্ডার প্রতি দর ছিল ১৭২৩ টাকা। তা কমে নেমে এসেছে ১৬৬৫ টাকায়। কলকাতাতে ১৯ কেজির এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ১৮০২ টাকা। যা এবার মিলবে ১৭৪৪ টাকায়। মঙ্গলবার থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। চলতি বছরের শুরু থেকে মোট তিন বার বাণিজ্যিক গ্যাসের দাম কমিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। তবে বাড়িতে ব্যবহৃত ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই থাকছে।
