আমুদরিয়া নিউজ: মাঝরাস্তায় গাড়ি দাড় করিয়ে পরপর গুলি। মণিপুরে প্রাণ গেল চারজনের। মণিপুরের চুরাচাঁদপুর জেলায় সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, চুরাচাঁদপুর থেকে একটি গাড়ি চেপে চার জন যাচ্ছিলেন। সাত কিলোমিটার পথ অতিক্রম করার পর আচমকাই এক বন্দুকবাজ তাঁদের পথ আটকান। গাড়ি থেকে নামিয়ে যাত্রীদের পর পর গুলি করা হয়। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। এখনও পর্যন্ত এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কোনও সংগঠন।