আমুদরিয়া নিউজ: আরও ৬ মাস মেয়াদ বাড়ল পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থের। আজ, ৩০ জুন, সোমবার মুখ্যসচিব পদে শেষদিন ছিল পন্থের। কিন্তু রাজ্যের প্রস্তাবে সাড়া দিয়ে তাঁর মেয়াদ আরও ছ’মাস বাড়াল কেন্দ্র। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই পদে বহাল থাকবেন তিনি। ভগবতী প্রসাদ গোপালিকা পরবর্তী রাজ্যের মুখ্যসচিব হয়েছেন মনোজ পন্থ। ২০২৪ সালে আগস্টের শেষে মুখ্যসচিব হয়েছিলেন মনোজ পন্থ। তাঁর আমলে পঞ্চায়েত ভোট থেকে লোকসভা নির্বাচন হয়েছে। ১৯৯১ সালের ব্যাচের আইএএস অফিসার মনোজ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। এর আগে তিনি অর্থ দফতরের দায়িত্ব সামলাতেন। একটা সময় বিশ্বব্যাঙ্কের সদর দফতরে নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালীন মনোজ পন্থ তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন।
