আমুদরিয়া নিউজ : রবিবার রাতে ইউক্রেনে আকাশ পথে রাশিয়া সাম্প্রতিককালের সবচেয়ে বড় হামলা করেছে। তার আগে শনিবার রাশিয়ার হেলিকপ্টার এবং এয়ার ডিফেন্স সিস্টেমের দিকে হামলা চালায় ইউক্রেন। সংবাদ সংস্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে ৪৭৭টি ড্রোন ও ৬০টি মিসাইল ছুড়েছে রাশিয়া। তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। তবে ইউক্রেন দাবি কেরছে, ২১১টি ড্রোন ও ৩৮টি মিসাইল রুখে দিয়েছে তারা।