আমুদরিয়া নিউজ: কসবা কাণ্ড নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে মদন মিত্র। কামারহাটির বিধায়ককে শোকজ করল তৃণমূল। রবিবার দলের রাজ্য সভাপতি সুব্রত বকসি শো কজ়ের চিঠি পাঠিয়েছেন। তিন দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। নোটিশে লেখা হয়েছে, ‘আপনার অযাচিত, অপ্রয়োজনীয় ও অসংবেদনশীল মন্তব্য দলের ভাবমূর্তিকে চরমভাবে আঘাত করেছে। এটি দলের কঠোর অবস্থানের সঙ্গে সরাসরি বিরোধিতা করে এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের সামিল। আপনি তিন দিনের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করুন’। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ক্যাম্পাসের ভিতরেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। যা নিয়ে রাজ্যে ফের শোরগোল পড়েছে। যে তিন জনের বিরুদ্ধে নির্যাতিতা অভিযোগ তুলেছেন, তাঁরা তৃণমূলের ছাত্র পরিষদের (টিএমসিপি) সদস্য। এই ঘটনা নিয়ে মদন শনিবার বিতর্কিত মন্তব্য করে বসেন। জানান, মেয়েটি ওখানে না গেলে এমন ঘটনা ঘটতই না। গেছিল যখন তখন বন্ধুকে বলে বা সঙ্গে করে নিয়ে যেতে পারত, অভিযুক্তরা পরিস্থিতির সুযোগ নিয়েছে। যদিও মদনের এই মন্তব্যের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিল তৃণমূল। বলা হয়েছিল, মদনের মন্তব্য ‘ব্যক্তিগত’। দল তা সমর্থন করে না। তার পরেও মদনকে কারণ দর্শানোর চিঠি দিল দল।
