আমুদরিয়া নিউজ: পাক সেনা কনভয়ে আত্মঘাতী হামলায় প্রাণ গেল অন্তত ১৩ জওয়ানের। শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ঘটনা। সংবাদ মাধ্যম সূত্রে খবর সেনা কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক আত্মঘাতী জঙ্গি। আহত হয়েছেন অন্তত ১০ সেনা জওয়ান এবং ১৯ জন সাধারণ নাগরিক। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, দু’টি বাড়ির ছাদ ধসে গিয়েছে। তাতে ছ’জন শিশুও আহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) শাখা সংগঠন হাফিজ গুল বাহাদুর। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান-সহ পাক-আফগান সীমান্ত এই টিটিপি জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। সেখান থেকে প্রায়শই পাক সেনাবাহিনীর উপর চলে মারণ হামলা।
