আমুদরিয়া নিউজ: পুরী রথযাত্রায় লাগামছাড়া ভিড়। ফলে মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে পৌঁছতেই পারল না বলরাম-সুভদ্রা-জগন্নাথের রথ। জানা গিয়েছে সবার আগে ছিল বলরামের রথ তালধ্বজ। মাঝে সুভদ্রার রথ। সবার শেষে ছিল জগন্নাথের নন্দীঘোষ। পুরীর জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরের দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। ভক্তদের ব্যাপক ভিড়ের জন্য কোনও দেব-দেবীর রথ মাসির বাড়িতে পৌঁছতেই পারেনি। বলরাম ও সুভদ্রার রথ কিছুটা এগোলেও মন্দির চত্বর থেকে বেরতেই পারেনি জগন্নাথের রথ নন্দীঘোষ। গতকাল মাসির বাড়ি পৌঁছতে না পারায়, শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ আবার রথযাত্রা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মাসির বাড়িতে পৌঁছেছেন বলরাম। পিছনে রয়েছেন সুভদ্রা। সবার শেষে যাবেন জগন্নাথ। এই কাণ্ডের জন্য সেবায়েতরা দুষছেন পুরীর প্রশাসনকেই। অভিযোগ তুলেছেন অব্যবস্থার।
