আমুদরিয়া নিউজ: হাসপাতালে ভর্তি ডেভিড বেকহ্যাম। ইংরেজ ফুটবলারের হাসপাতালের বেডে শুয়ে থাকার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁর স্ত্রী ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, স্লিং ব্যাগের ভিতরে বেকহ্যামের হাত রয়েছে। জানা যাচ্ছে, ২২ বছর আগে ডান হাতের কবজি ভেঙেছিল ইংরেজ তারকার। হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার করিয়ে একটি স্ক্রু বসানো হয় বেকহ্যামের হাতে। সময়ের সঙ্গে ওই স্ক্রুটি দেহের সঙ্গে মিশে যাওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। সম্প্রতি একটি এক্স রে’তে ধরা পড়ে এই সমস্যাটি। তাই আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে বেকহ্যামকে, যেন ওই স্ক্রুটি অস্ত্রোপচার করে বের করে দেওয়া যায়। উল্লেখ্য, সম্প্রতি রাজা তৃতীয় চার্লসের হাত থেকে নাইটহুড পেয়েছিলেন বেকহ্যাম।
