আমুদরিয়া নিউজ: চাকরি দেওয়ার নাম করে সহবাস, জোর করে গর্ভপাত করানোর অভিযোগ উঠল পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে। অভিযোগকারী এক শিক্ষিকা। তিনি কার্তিক মহারাজের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানায় ধর্ষণের অভিযোগ জানিয়েছেন। দায়ের হয়েছে মামলা। অভিযোগ, স্কুলে চাকরি দিয়ে মহিলার অসহায়তার সুযোগ নিয়ে তাঁকে দিনের পর দিন ধর্ষণ করেছেন কার্তিক মহারাজ। অভিযোগকারিণী বহরমপুরের বাসিন্দা। তিনি জানিয়েছেন, ২০১৩ সালে তাকে একটি স্কুলে চাকরি দেওয়ার কথা জানান মহারাজ। মহিলা সেই স্কুলে চাকরিও শুরু করেন এবং স্কুলেরই আবাসনের পাঁচ তলায় থাকতে শুরু করেন। অভিযোগ, দিনের পর দিন তাঁর সুযোগ নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন কার্তিক মহারাজ। এই ঘটনায় মহিলা একবার গর্ভবতী হয়ে পড়ায় গর্ভপাতও করানো হয় বলেও অভিযোগ। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিণী। বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মহিলা। যদিও এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ কার্তিক মহারাজ। বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা নিয়ে আমার আইনজীবী যা বলার বলবেন। এটা নিয়ে আমি বিচলিত নই। কোন মহিলা কী অভিযোগ করেছেন আমার জানা নেই।”
