আমুদরিয়া নিউজ: ল’কলেজের ভিতরে তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন। ধৃতদের মধ্যে একজন বর্তমান ছাত্র ও দু’জন প্রাক্তনী রয়েছেন। বুধবার দক্ষিণ কলকাতার কসবা এলাকার ঘটনা। জানা গিয়েছে, কসবা ল’কলেজের এক ছাত্রী থানায় গিয়ে অভিযোগ করেন যে তিনি গণধর্ষণের শিকার হয়েছেন। বুধবার কলেজের ভিতরেই তাঁকে গণধর্ষণ করেছেন ৩ জন। অভিযুক্তদের মধ্যে দু’জনকে বৃহস্পতিবার সন্ধ্যাতেই গ্রেফতার করা হয়। এক জনকে মধ্যরাতে ধরে পুলিশ। ইতিমধ্যে অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট করা হয়েছে। সাক্ষীদের বয়ানও রেকর্ড করে পুলিশ। ঘটনাস্থল বর্তমানে ঘিরে রাখা হয়েছে। সেখান থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হবে। ধৃতদের শুক্রবার আলিপুরের আদালতে হাজির করানো হবে।
