আমুদরিয়া নিউজ: গিলের মধ্যে রোহিত বা বিরাটের মতো সেই ব্যক্তিত্বটাই নেই। ভারতের হারের পর ঠিক এই ভাষায় শুভমান গিলকে বিঁধলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক নাসের হুসেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অবিশ্বাস্য ভাবে হেরে গিয়েছে ভারত। দুই ইনিংস মিলিয়ে একটা দলের ৫টি সেঞ্চুরি, শেষ ইনিংসে ৩৭১ রানের টার্গেট তা সত্ত্বেও পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে শুভমানদের। এই হারের জন্য বোলিং, ফিল্ডিং ব্যর্থতাকে দায়ী করার পাশাপাশি অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বকেও দায়ি করেছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন নাসের হুসেনও। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক বলছেন, “রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো ব্যক্তিত্ব শুভমান গিলের নেই। আমার মনে হয় ও ইংরেজ ব্যাটারদের অনুসরণ করছিল। আসলে ও সেভাবে সক্রিয় ছিল না। বরং অনেকটা প্রতিক্রিয়াশীল আচরণ করেছে।” নাসেরের বক্তব্য, “বিরাট বা রোহিত যখন অধিনায়কত্ব করতেন তখন বোঝা যেত কে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু এই ম্যাচটা দেখে আমার মনে হল ২-৩ জন অধিনায়ক খেলছে।”