আমুদরিয়া নিউজ: ১৯৭৫ সালে ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন। বুধবার জরুরি অবস্থার ৫০ তম বর্ষ। এদিন সকাল সকাল কংগ্রেসকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী মোদি। এদিন এক্স হ্যান্ডলে তিনি একাধিক পোস্ট করেন। ভারতের গণতন্ত্রের ইতিহাসে জরুরি অবস্থা জারি একটি অন্ধকার অধ্যায় বলে তিনি মন্তব্য করেন। মোদি লেখেন, “ভারতের গণতন্ত্রের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায়ের ৫০ বছর পূর্ণ হল। ভারতের মানুষ দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করে। এই দিনে ভারতীয় সংবিধানের মূল্যবোধ সরিয়ে রেখে মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। সংবাদমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। বহু রাজনৈতিক নেতা, সমাজকর্মী, ছাত্র এবং সাধারণ মানুষকে জেলে পাঠানো হয়েছিল।” পাশাপাশি তিনি আরও লেখেন, ‘যেভাবে আমাদের সংবিধানকে লঙ্ঘন করা হয়েছিল, রুদ্ধ করা হয়েছিল সংসদের কণ্ঠস্বর, চেষ্টা করা হয়েছিল আদালতগুলিকে নিয়ন্ত্রণ করার, তা ভারতীয়রা কোনওদিন ভুলবে না।’ জরুরি অবস্থার সময় মোদীর জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বই এদিন উদ্বোধন করা হবে। ‘দ্য এমারজেন্সি ডায়েরিজ’ নামে বইটির উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
