আমুদরিয়া নিউজ: “সংঘর্ষবিরতি এই মুহূর্ত থেকে কার্যকর হচ্ছে। দয়া করে কেউ এর লঙ্ঘন করবেন না।” ইরান ও ইজরায়েলকে সতর্ক করে ফের পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে, সোমবার গভীর রাতে ভারতীয় সময় সাড়ে ৩টেয়, ট্রাম্প দাবি করেছিলেন, “ইরান ও ইজরায়েল সম্মতির ভিত্তিতেই এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে। আগামী ছ’ঘণ্টার মধ্যেই সংঘর্ষ বন্ধ হবে। প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, তার ১২ ঘণ্টা পর ইজরায়েল। তারপর ২৪ ঘণ্টার মধ্যে এই ১২ দিনের যুদ্ধের সমাপ্তি ঘটবে।” ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পর ফের ইরান ইজরায়েলে হামলা চালায় বলে অভিযোগ। এরপরই ট্রাম্পের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ৯.৩০ নাগাদ যুদ্ধবিরতিতে নিজেদের সম্মতির কথা জানায় তেহরান। ইরানের তরফে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই তারা ইজরায়েলের উপর শেষ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে।
