আমুদরিয়া নিউজ: সোমবার দেশের ৫টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। পাঁচটি কেন্দ্রের মধ্যে একটি আসন বিজেপি জিতেছে। বাকি চারটিই গিয়েছে বিরোধীদের হাতে। পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম আসনে জয়ী হয়েছেন আপ প্রার্থী। কংগ্রেসের ভারত ভূষণ আশুকে হারিয়ে এই আসনে জয়ী হয়েছেন আপ প্রার্থী সঞ্জীব অরোরা। গুজরাটের বিসাবদর কেন্দ্র ছিনিয়ে নিয়েছেন আপের গোপাল ইটালিয়া। তিনি বিজেপির কীরিট প্যাটেলকে পরাস্ত করেছেন। এছাড়াও কেরলের নীলাম্বুরে জয়ী হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। জিতেছেন ফ্রন্টের প্রার্থী আর্যদান শৌকত। পশ্চিমবঙ্গের কালীগঞ্জ আসন এবারও ধরে রাখতে পেরেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। অন্যদিকে, পাঁচটি উপনির্বাচনে প্রার্থী দিলেও শুধুমাত্র গুজরাটের কাদি আসনেই জিততে পেরেছে বিজেপি। সেখানে কংগ্রেসের রমেশ চাভদাকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী রাজেন্দ্র চাভদা।
