আমুদরিয়া নিউজ: সোমবার কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশ। সোমবার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয়েছে গণনা। ১২ রাউন্ড শেষে তৃণমূল পেয়েছে ৫৬ হাজার ৪০৪টি ভোট। বিজেপি পেয়েছে ২৫ হাজার ৪৩৭টি ভোট ও বাম কংগ্রেসের জোট পেয়েছে ১৮ হাজার ৭৭০টি ভোট। মোট ২৩ রাউন্ড গণনা হবে বলে খবর। কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণে গত ১৯ জুন সেখানে উপনির্বাচন হয়। তৃণমূলের টিকিটে লড়েছেন নাসিরউদ্দিনের মেয়ে আলিফা।
