আমুদরিয়া নিউজ: আগামী দুই সপ্তাহের মধ্যে তেহরানে হামলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের তরফে এমনই জানানো হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, “অদূর ভবিষ্যতে (ইরানের সঙ্গে) বোঝাপড়ায় আসার একটা সম্ভাবনা রয়েছে। তবে আমি সেই পথে হাঁটব কি না, সেই বিষয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব।” লিভিট এও জানিয়েছেন, যদি কূটনৈতিক সমাধানের কোনও পথ থাকে, অবশ্যই প্রেসিডেন্ট সেই পথ ধরে হাঁটবেন। তাঁর আসল লক্ষ্যই হল যেনতেন প্রকারেণ তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকানো। হোয়াইট হাউসের এমন মন্তব্যের পর এটাই মনে করা হচ্ছে যে, আপাতত যুদ্ধের হুঁশিয়ারি দিয়েও কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখলেন ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে, আমেরিকা সত্যিই ইরানকে আক্রমণ করবে কি না। জবাবে ধোঁয়াশা বজায় রেখে ট্রাম্প বলেছিলেন, “আমি এটা করতে পারি। আবার না-ও করতে পারি।’’
