আমুদরিয়া নিউজ: ফের স্থগিত হয়ে গেল শুভাংশু শুক্লাদের নিয়ে অ্যাক্সিয়ম-৪ অভিযান। শুক্রবার নাসার তরফে জানানো হয়েছে, ২২ জুন, রবিবারের নির্ধারিত উৎক্ষেপণ বাতিল করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে। কেন অভিযান পিছোনো হচ্ছে, তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। নাসা জানিয়েছে, সদ্যই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের এভেজদা সার্ভিস মডিউলে মেরামতি হয়েছে। আপাতত দেখা দরকার সবকিছু ঠিক চলছে কিনা। তারপরই অভিযানের চূড়ান্ত দিনক্ষণ করা হবে। এই নিয়ে সাতবার পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান। নাসা জানিয়েছে, উৎক্ষেপণের জন্য সময়সীমা ৩০ জুন পর্যন্ত রয়েছে। তবে তার মধ্যেও যদি এই অভিযান না করা হয় তাহলে তা পিছিয়ে জুলাই মাসের মাঝামাঝি করা হবে।
