আমুদরিয়া নিউজ: তাজপুরের সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন তিন পর্যটক। মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল তাজপুরে। এদিন দুপুরে তাজপুর সৈকতে স্নান করতে নামে তিন বন্ধু সোহান হাসান, শেখ আনিশ ইসলাম এবং নাসিমুল হক। সবাই বারাসাতের বাসিন্দা। জোয়ারের সময় উত্তাল সমুদ্রের স্রোতে তলিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ ও নুলিয়ারা নাসিমুল এবং সোহানকে উদ্ধার করে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই নাবালক সোহানের মৃত্যু হয়। নাসিমুলের চিকিৎসা চলছে। তবে এখনও পর্যন্ত খোঁজ মেলেনি তৃতীয় পর্যটক আনিশের। সমুদ্রে তল্লাশি অভিযান চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল ও নুলিয়ারা।