আমুদরিয়া নিউজ: ফের এয়ার ইন্ডিয়ার বিমানে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি! জানা গিয়েছে সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী এক বিমান কলকাতা হয়ে যাওয়ার পথে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। সোমবার মাঝরাতে নির্ধারিত সময় অনুযায়ী রাত ১২টা ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামে। এরপর টেক অফের প্রস্তুতির মধ্যেই বিমানের বাম দিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। দীর্ঘক্ষণ পরীক্ষা-নিরীক্ষার পরও সমস্যা মেটানো যায়নি। দীর্ঘ সময় বিমানেই বসে থাকেন যাত্রীরা। সকালে ৫টা ২০ মিনিটে বিমান থেকে নেমে যেতে বলা হয় যাত্রীদের। পড়ে বিকল্প বিমানে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
