আমুদরিয়া নিউজ: আগামী সপ্তাহে ব্রিটেন সফরে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেই সময় ইউনুসের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনঝি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, টিউলিপ ইউনুসের সঙ্গে দেখা করে তাঁর ও তাঁর মা শেখ রেহানার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সংক্রান্ত ‘ভুল বোঝাবুঝি’ মিটিয়ে ফেলতে চান। তবে ইউনুস বা অন্তর্বর্তী সরকারের তরফে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি। হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি ব্রিটেনের লেবার পার্টির নেত্রী। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের নির্বাচনে চার বার জয়ী হয়েছেন তিনি। টিউলিপ ও তাঁর মা শেখ রেহানার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ।
