আমুদরিয়া নিউজ: মুম্বাইয়ের বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে উদ্ধার ৪৭টি বিষধর সাপ। রবিবার রাতে থাইল্যান্ড থেকে মুম্বই বিমানবন্দর নেমেছিলেন এক ভারতীয় নাগরিক। তাঁর লাগেজ’-এ ছিল ৪৭টি বিষধর সাপ এবং পাঁচটি ‘এশিয়ান লিফ টার্টল’ জাতীয় কচ্ছপ। থাইল্যান্ডে বিমানবন্দর কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়েই সাপগুলি নিয়ে বিমানে উঠতে পারলেও মুম্বইয়ে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ে যান ওই ব্যক্তি। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। উদ্ধার হওয়া সাপগুলির মধ্যে রয়েছে তিনটি অতি বিষধর ‘স্পাইডার-টেইল্ড হর্নড ভাইপা়র’ এবং ৪৪টি বিষধর ইন্দোনেশিয়ান পিট ভাইপার। পুলিশের অনুমান এই ঘটনার নেপথ্যে আন্তর্জাতিক চোরাচালান চক্রের যোগাযোগ রয়েছে।
 
					 
			 
		 
		 
		 
		