আমুদরিয়া নিউজ: ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকেই তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ভারতে আমদানি করেছে শিল্পপতি গৌতম আদানির সংস্থা? এমনটাই অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে আমেরিকার বিচার বিভাগীয় দপ্তর। যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে আদানি গোষ্ঠী। সম্প্রতি ট্রাম্প ইরান থেকে তেল কিংবা পেট্রোকেমিক্যাল পণ্য কেনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেন। হোয়াইট হাউসের তরফে বলা হয়, কোনও দেশ ইরান থেকে এই পণ্যগুলি কিনলে, সংশ্লিষ্ট দেশ আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। কিন্তু সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়, নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে পারস্য উপসাগর দিয়ে গুজরাটের মুন্দ্রা বন্দরে এলপিজি আমদানি করেছে আদানি গোষ্ঠী। সম্প্রতি বেশ কয়েকটি তেল বহনকারী জাহাজ ওই রুটে দেখা গিয়েছে বলে খবর। যদি অভিযোগ উড়িয়ে আদানি গোষ্ঠীর বক্তব্য, ইরান থেকে গোপনে কোনও তেল আমদানি করা হয়নি। ইচ্ছাকৃতভাবে আদানি গোষ্ঠীর সুনাম নষ্ট করার জন্য এধরণের ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। শুধু তাই নয়, মার্কিন বিচারবিভাগ কর্তৃক যে তদন্তের কথা বলা হচ্ছে, তা সম্পর্কেও তাদের জানা নেই।
