আমুদরিয়া নিউজ: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে পঞ্জাবে গ্রেপ্তার আরও এক জন। ধৃত গগনদীপ সিং ওরফে গগন পঞ্জাবের তরন তারন জেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ভারতীয় সেনার গতিবিধি সম্পর্কে একাধিক তথ্য পাক গুপ্তচর সংস্থার কাছে পাচার করত। এমনকী অপারেশন সিঁদুর চলাকালীন সেনার একাধিক গোপন তথ্য পাচার করেছিল অভিযুক্ত। পুলিশের আরও অভিযোগ পাকিস্তানের এক খলিস্তানপন্থী নেতা গোপাল সিং চাওলার সঙ্গে যোগাযোগ ছিল গগনের। ওই খলিস্তানপন্থী নেতা পাকিস্তানি জঙ্গি হাফিজ় সইদের ‘ঘনিষ্ঠ’ বলে দাবি করা হয়। অভিযুক্তের কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই ফোনে প্রায় ২০ জন আইএসআই-এজেন্টের নম্বর মিলেছে।