আমুদরিয়া নিউজ: আমুদরিয়া নিউজ:এক দিনের ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সোমবার অবসরের ঘোষণা করেছেন তিনি। ম্যাক্সওয়েল জানিয়েছেন, ৫০ ওভারের ফরম্যাটের শারীরিক চাপ এবং আগের একটি গুরুতর পায়ের চোট তার ফিল্ডিং ও সামগ্রিক পারফরম্যান্সে প্রভাব ফেলছিল। সেই কারণেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ১৩ বছরের কেরিয়ারে অজি ক্রিকেটার দেশের হয়ে ১৪৯টি ওয়ানডে খেলেছেন। করেছেন ৩৯৯০ রান। ৪টি সেঞ্চুরি ও ২৩টি হাফ সেঞ্চুরি আছে তার। এছাড়া ৭৭টি উইকেটও তুলেছেন। দেশের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন।