আমুদরিয়া নিউজ : একেই বলে গুড অবজারভার। কাঁচা পিজা টেবিল থেকে তুলে ওভেনে চালান করার চেষ্টা করছিলেন এক নতুন কুক। তবে পিজা পিল বা পিজা তোলার হাতাটা দিয়ে তিনি কিছুতেই সুবিধা করতে পারছিলেন না। নরম পিজা পিছলেন যাচ্ছিল হাতা থেকে। এবার মালিক এলেন দেখতে। তার এক হাতে অনেকগুলো পিজার প্যাকেট। তিনি সেগুলি সমেতই এক হাতে পিজা পিল ধরে তুলে নিলেন পিৎজা। দেখিয়ে দিলেন ওই তরুণ কুককে। এ যেন কোনও ব্যাপারই না। তরুণ এবার আবার চেষ্টা করলেন। কিন্তু তাও পারলেন না পিজা ঠিক মতো হাতায় তুলতে। এবার যেন ম্যাজিক ঘটে গেল। তরুণ মালিকের মতো প্রফেশনালি এক হাতে পিজার প্যাকেট ধরে এক হাত দিয়ে চেষ্টা করলেন। পিজা ঠিক উঠে গেল পিজা পিলে। ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, সোজা আঙুলে ঘি না উঠলে কী করতে হয় বেশ বোঝা গেল।
