আমুদরিয়া নিউজ: উত্তরাখণ্ডের টাইগার জলপ্রপাতে স্নান করতে গিয়ে প্রাণ গেল ২ পর্যটকের। টাইগার জলপ্রপাত উত্তরাখণ্ডের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। সোমবার পর্যটকদের ভিড় ছিল এই জলপ্রপাতের সামনে। কেউ কেউ আবার জলপ্রপাতে নেমে স্নানও করছিলেন। আচমকাই পাহাড়ের উপর থেকে একটি বড় গাছ উপড়ে গিয়ে নীচে পড়ে। তার নীচে চাপা পড়ে মৃত্যু হয় দুই পর্যটকের। আহত হয়েছেন তিন জন। মৃতরা হলেন আলকা আনন্দ (৫৫) এবং গীত্রাম যোশি (৩৮)। গাছ কে্টে তার নীচ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আপাতত পর্যটকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।