আমুদরিয়া নিউজ : দুর্গম পাহাড়ি এলাকায় সীমান্তে টহল দিয়ে সেনাবাহিনীর অফিসার, জওয়ানরা ফিরছিলেন। ২২ মে, মানে বৃহস্পতিবার সকাল ১১ টার ঘটনা। টানা বৃষ্টি, বরফ ঝরার ফলে রাস্তা ছিল পুরোপুরি বিপজ্জনক। আচমকা একটি কাঠের সাঁকো পেরোতে গিয়ে পা পিছলে খরস্রোতা পাহাড়ি নদীতে পড়ে যান এক অগ্নিবীর স্টিফেন সুব্বা। তাঁকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন টহলরত দলের লেফটেনান্ট শশাঙ্ক তিওয়ারি ও আরও এক জওয়ান। স্টিফেন সুব্বাকে উদ্ধার করে উপরে তুলে দেন। সেই জওয়ানকেও উপরে উঠতে সাহায্য করেন শশাঙ্ক। কিন্তু, প্রবল জলের তোড়ে তিনি ভেসে যান। পরে তাঁর দেহ উদ্ধার হয়। নিজের জীবন দিয়ে সহকর্মীকে বাঁচিয়ে এখন সেনাবাহিনীর কাছে রিয়েল হিরো হলেন ২৩ বছর বয়সী শশাঙ্ক। ছ মাস আগে তিনি লেফটেনান্ট পদে যোগ দেন। তাঁর এই অকালপ্রয়াণে শোকের ছায়া নেমেছে সিকিমে। এই অফিসারের বাড়িতে রয়েছেন বাবা-মা, ও তাঁর এক বোন। তাঁর এই আত্মত্যাগ আগামী প্রজন্মের সৈন্যদের অনুপ্রাণিত করবে।
 
			 
					 
		 
		 
		 
		