আমুদরিয়া নিউজ: সন্ত্রাসবাদের নেপথ্যে পাকিস্তানের ভূমিকার কথা বিশ্বের দরবারে তুলে ধরতে দেশে দেশে ঘুরছে ভারতের বহুদলীয় প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি দেশে ফেরার পর কেন্দ্রের কাছে সংসদে বিশেষ অধিবেশনের আর্জি জানালেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডলে তাঁর আবেদন, ”সাম্প্রতিক পরিস্থিতি এবং সেই সংলগ্ন সমস্ত খুঁটিনাটি এবং সর্বদল প্রতিনিধিদের বিদেশ সফর নিয়ে বিস্তারিত দেশবাসীর জানা উচিত। সংসদের বিশেষ অধিবেশনের মাধ্যমে তা সর্বসমক্ষে আনার আবেদন জানাচ্ছি। আমি মনে করি, সাম্প্রতিক পরিস্থিতি এবং সেই সংক্রান্ত যাবতীয় খবরাখবর সবার আগে দেশবাসীর জানা উচিত।” মমতা লিখেছেন, ‘‘বিশ্ব দরবারে ভারতের বহুদলীয় প্রতিনিধিদল যে ভাবে সন্ত্রাসবাদের স্বরূপ তুলে ধরছে, তা দেখে আমি খুশি। আমি আগেই বলেছি, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্বের প্রশ্নে কেন্দ্রীয় সরকার যে অবস্থান নেবে, দল হিসাবে তৃণমূল সরকারকে সমর্থন করবে।’’ তৃণমূলনেত্রীর পোস্টকে রিপোস্ট করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকও প্রতিনিধি দলের অংশ হিসেবে জাপান-সহ পাঁচটি দেশের সফরে রয়েছেন।
