আমুদরিয়া নিউজ: ভারত সীমান্তে পাকিস্তানের সন্ত্রাস এবং অপারেশন সিঁদুর নিয়ে বিশ্বকে জানাতে বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। সেই প্রতিনিধিদলের সদস্য হিসাবে জাপানে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সে দেশের রাজধানী টোকিয়োয় স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধিস্থলে যান তিনি। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তার পর প্রাক্তন বিচারপতি রাধাবিনোদ পালের স্মারকস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন অভিষেক। তবে স্বাধীনতা সংগ্রামী রাসবিহারীর সমাধিস্থলের রক্ষণাবেক্ষণের অভাব দেখে হতাশ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সমাজমাধ্যমে এ ব্যাপারে দুঃখপ্রকাশ করে সমাজ মাধ্যমে অভিষেক লেখেন, “বাংলার এই মহান সন্তানকে শ্রদ্ধা এবং পুষ্পার্ঘ্য নিবেদন করতে পেরে গর্ব এবং শিহরন অনুভব করছি। স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকার জন্য ভারত তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকবে।” তিনি আরও জুড়ে দেন, “দেশের স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধিস্মারক অবহেলায় পড়ে রয়েছে, এটা দেখে আমার খুব খারাপ লাগল। আমাদের রাষ্ট্রদূত এবং টোকিয়োর ভারতীয় দূতাবাসের কাছে অনুরোধ করেছি, যাতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান এবং প্রয়োজনীয় পদক্ষেপ করেন।”
