আমুদরিয়া নিউজ: মাঝ আকাশে বিপদে পড়া ভারতীয় বিমানকে আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান। বুধবার শ্রীনগরের কাছে প্রবল ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে পড়ে ইন্ডিগোর বিমান। সেই সময় বিমানে ২২৭ জন যাত্রী ছিল। শ্রীনগরের কাছাকাছি পৌঁছনোর পর শুরু হয় প্রবল শিলাবৃষ্টি। ভারী শিলার আঘাতে উড়ানটির নাক অর্থাৎ সামনের অংশ ভেঙে যায়। একপাশে গর্ত হয়ে যায়। তার জেরে প্রবল ঝাঁকুনি শুরু হয় বিমানের মধ্যে। উড়ানের পাইলট পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিকটবর্তী লাহোর বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে পাক আকাশে সাময়িক ঢোকার অনুমতি চান। কিন্তু লাহোর এটিসি তাঁকে সেই অনুমতি দেয়নি। বাধ্য হয়ে প্রতিকূল পরিস্থিতির মধ্যেই বিমান চালাতে বাধ্য হন পাইলট। তবে শেষ পর্যন্ত তিনি নিরাপদে শ্রীনগর বিমানবন্দরে উড়ানটি নামান। যাত্রীদের কারো কোন ক্ষতি হয়নি। এই ঘটনা সামনে আসার পর থেকেই পাকিস্তানের অমানবিক আচরণের নিন্দা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
