আমুদরিয়া নিউজ: বিদেশি পড়ুয়াদের জন্য ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ করে দিল ট্রাম্প প্রশাসন। হাভার্ডের বিরুদ্ধে হিংসা ছড়ানো, চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগসাজশ রাখা এবং ইহুদিবিদ্বেষের মতো অভিযোগ এনেই এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। নতুন নির্দেশ জারি করে হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে, এখন থেকে আর বিদেশি পড়ুয়া ভর্তি করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্রের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। আমেরিকার নিরাপত্তা সচিব ক্রিস্টি নোয়োম তাঁর এক্স হ্যান্ডলে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইন মেনে চলার ব্যর্থতার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে।
মার্কিন প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, হার্ভার্ডের এই দশা থেকে যেন দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলি সাবধান হতে পারে। তবে যদি হাভার্ড চায় এই বিশেষাধিকার ফেরত পেতে, আবার বিদেশি পড়ুয়া ভর্তি করতে, তাহলে ৭২ ঘণ্টার মধ্যে তাদের “প্রয়োজনীয় তথ্য” দিতে হবে। হোয়াইট হাউসের এই সিদ্ধান্তে বিরাট সমস্যায় পড়তে চলেছেন বিশ্ববিদ্যালয়ের বহু বিদেশী পড়ুয়া। যদিও সরকারের এই পদক্ষেপকে বেআইনি আখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।