আমুদরিয়া নিউজ: পড়ুয়া বোঝাই স্কুলবাসে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হল তিন শিশু-সহ পাঁচ জনের। জখম অন্তত ২০ জন। বুধবার পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের ঘটনা। সেখানকার খুজ়দার জেলায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পড়ুয়াদের তুলে স্কুলের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। সেই সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি তীব্র গতিতে বাসটিতে ধাক্কা মারে। বাসে গাড়িটি ধাক্কা মারার সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। ঘটনার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন। নিরপরাধ শিশুদের উপর হামলা করা বর্বরতা বলেও তোপ দেগেছেন মন্ত্রী।
