আমুদরিয়া নিউজ: বালোচিস্তানে বোমা বিস্ফোরণে মৃত্যু হল চার জনের। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। রবিবার বালোচিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী গুলিস্তান এলাকায় পাক সেনার ক্যাম্পের সামনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে ক্যাম্পে প্রবেশের চেষ্টা করে সশস্ত্র বিদ্রোহীরা। সেই সময় পালটা গুলি চালাতে শুরু করে সেনা। বিস্ফোরণ ও দুই পক্ষের গোলাগুলিতে ৪ জনের মৃত্যুর পাশাপাশি অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। হামলার দায় স্বীকার করেছে তেহরিক ই তালিবান পাকিস্তান। দীর্ঘ কয়েক দশক ধরেই উত্তপ্ত বালোচিস্তান। পাকিস্তানের থেকে বেরিয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করার জন্য লড়ছে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী। গত কয়েক মাসে পাকিস্তানের পুলিশ এবং সেনাবাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। তাদের এই লড়াইয়ে সঙ্গী হয়েছে তেহরিক ই তালিবান পাকিস্তান (টিটিপি)। পাক সরকার এই সংগঠনকে জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে।