আমুদরিয়া নিউজ: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে শনিবার গ্রেপ্তার করা হয়েছে ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। ফের চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হল উত্তরপ্রদেশের এক ব্যবসায়ী শাহজাদকে। অভিযোগ, ওই ব্যবসায়ী গত কয়েকবছর ধরে ঘনঘন পাকিস্তানে যাতায়াত করতেন। বেআইনিভাবে ব্যবসাও চালাতেন দুই দেশেই।। প্রসাধনী, পোশাক, মশলার মতো নানা দ্রব্য পাচারও করতেন। আর এই ব্যবসার আড়ালেই চলত চরবৃত্তি। পাক গোয়েন্দা সংস্থা আইএসআইকে ভারতীয় টাকা এবং ভারতীয় সিম কার্ড জোগাতেন শাহজাদ। এমনকি রামপুর থেকে বহু ব্যক্তিকে পাকিস্তানেও পাঠিয়েছিলেন তিনি। এই ব্যক্তিদের ভিসার ব্যবস্থা করত আইএসআই। অ্যান্টি-টেররিজম স্কোয়াড গোপন সূত্রের ভিত্তিতে শাহজাদের ওপর নজর রাখে। বেশ কিছুদিন তাঁর গতিবিধি পর্যবেক্ষণ করার পর তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
