আমুদরিয়া নিউজ: বৃহস্পতিবার আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেদেশে তালিবান ক্ষমতা দখলের পর এই প্রথম মন্ত্রী পর্যায়ে দুই দেশের মধ্যে সরাসরি কথা হল। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে জয়শংকর বলেন, ‘আফগানিস্তানের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী মাওলায়ি আমির খান মুত্তাকির সঙ্গে কথা হয়েছে। তিনি যেভাবে পহেলগাঁও হামলার নিন্দা করেছেন, সেই অবস্থানের ভূয়সী প্রশংসা করেছি।’ পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের একাংশের তরফে একটি গুজব ছড়ানোর চেষ্টা করা হয়েছিল যে, এই ঘটনার পেছনে তালিবানদের হাত রয়েছে। যদিও সেই অভিযোগ সরাসরি অস্বীকার করে তালিবান সরকার।
বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে জয়শংকর লেখেন, ‘মিথ্যা এবং ভিত্তিহীন প্রতিবেদনের মাধ্যমে যে ভাবে ভারত এবং আফগানিস্তানের মধ্যে অবিশ্বাস তৈরির চেষ্টা করা হয়েছিল, তা দৃঢ়ভাবে খারিজ করে দেওয়ার জন্য আফগানিস্তানের বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’ অন্যদিকে তালিবানের জনসংযোগ বিভাগের প্রধান হাফিজ জিয়া আহমেদ সমাজমাধ্যমে জানান, আফগানদের আরও বেশি ভারতীয় ভিসা দেওয়া, ভারতে বন্দি আফগানদের মুক্তি দেওয়া এবং ইরানের চাবাহার বন্দরের উন্নয়ন নিয়ে তাঁদের সঙ্গে জয়শংকরের কথা হয়েছে।