আমুদরিয়া নিউজ: দেশের মোট ন’টি বিমানবন্দরে পরিচালনা এবং পরিষেবা-ক্ষেত্রের সঙ্গে জড়িত তুরস্কের সংস্থা সেলেবি অ্যাভিয়েশনের ‘সুরক্ষা ছাড়পত্র’ বাতিল করল কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,ভারতের বিমানবন্দরগুলিতে কাজ করতে পারবে না সংস্থাটি। ভারত ও পাক সামরিক সংঘাতে ইসলামাবাদের পাশেই ছিল তুরস্ক।
পাকিস্তানকে ভারতে হামলা চালাতে ড্রোন দিয়ে সাহায্য করার পাশাপাশি পাকিস্তানে সেনা পাঠানোর অভিযোগও উঠেছিল তাদের বিরুদ্ধে। এরপরই প্রশ্ন উঠেছিল যে, তুরস্কের সংস্থার হাতে ভারতের বিমানবন্দরগুলির দায়িত্ব থাকা কতখানি নিরাপদ? শেষপর্যন্ত তুরস্কের সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল নয়াদিল্লি। প্রসঙ্গত, ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি ভারত ছাড়াও আরও একাধিক দেশে বিমানবন্দর পরিচালনা ও পরিষেবা প্রদান করার কাজে যুক্ত রয়েছে।