আমুদরিয়া নিউজ: ভারতীয় সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার জন্য সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা।এই অভিযানের খবর সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছিলেন কর্নেল কুরেশি।
সেই প্রসঙ্গেই বিজেপির মন্ত্রী বিজয় বলেছিলেন, ‘‘যারা আমাদের মা-মেয়ের সিঁদুর মুছে দিয়েছে, তাদের বোনকেই ব্যবহার করে হামলাকারীদের শায়েস্তা করেছি। মোদীজি ওদের বোনকে দিয়েই উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন। মোদীজি তো আর ওদের মতো ব্যবহার করতে পারেন না। তাই ওদের সম্প্রদায়ের বোনকে দিয়েই ওদের বারোটা বাজিয়েছেন।’’বিজয়ের ওই মন্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়। বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিজয়।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই তাঁর মন্তব্যকে অগ্রহণযোগ্য এবং অসংবেদনশীল বলে আখ্যা দিয়ে জানান, সাংবিধানিক পদে থাকা কোনও ব্যক্তির কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না। এরপরই বিজয়কে ধমক দিয়ে তিনি বলেন, “কীভাবে এই ধরনের মন্তব্য মুখ থেকে বেরোয়? যান হাই কোর্টে গিয়ে এক্ষুনি ক্ষমা চান।” পাশাপাশি, গ্রেপ্তারি এড়াতে সুপ্রিম কোর্টে রক্ষাকবচের আবেদন করেছিলেন বিজয়। তা-ও এদিন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি।