আমুদরিয়া নিউজ: সিন্ধু জলচুক্তি বাতিল করবেন না, কাতর আর্জি নিয়ে ভারত সরকারকে চিঠি লিখল ইসলামাবাদ। জানা গিয়েছে, পাকিস্তানের জল সম্পদ মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে ভারতীয় বিদেশ মন্ত্রককে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে পাক জল সম্পদ মন্ত্রক জানিয়েছে, ভারত সিন্ধু জল চুক্তি রদ করার সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানে বড় মাপের সংকট দেখা দিতে পারে। তাই এই সিন্ধান্ত আরও একবার বিবেচনা করে দেখার অনুরোধ জানানো হয়েছে।
পহেলগাঁও হামলার পরই সিন্ধু চুক্তি বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করে নয়াদিল্লি। এর পর ভারত অপারেশন সিঁদুর শুরু করে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। পরে পাকিস্তানের অনুরোধে সংঘর্ষবিরতিতেও সায় দিয়েছে নয়াদিল্লি। কিন্তু সংঘর্ষবিরতিতে সায় দিলেও সিন্ধু জলচুক্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
এদিকে সিন্ধু জলচুক্তি বাতিলের ফলে অভূতপূর্ব সংকটের পরিস্থিতি পাকিস্তানে। কোথাও জলকষ্ট, কোথাও বন্যা পরিস্থিতি! দেশের বিস্তীর্ণ এলাকায় দেশবাসীর শুকিয়ে মরার অবস্থা। এই অবস্হায় ফের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানাল ইসলামাবাদ। ১৯৬০ সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল করাচিতে। এই চুক্তির মাধ্যমে সিন্ধু ও তার উপনদীগুলির জল দুই দেশের মধ্যে ভাগ করা হয়। চুক্তি অনুযায়ী, শতদ্রু, বিয়াস এবং রাভির উপর ভারতের অধিকার দেওয়া হয়, এবং সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীগুলি পাকিস্তানকে দেওয়া হয়।