আমুদরিয়া নিউজ: দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিলেন বিআর গাভাই। বুধবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে প্রধান বিচারপতি পদে শপথবাক্য পাঠ করান। এরপর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ,উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় থেকে শুরু করে অনেকেই। প্রথম বৌদ্ধ হিসেবে এই পদে বসলেন তিনি। মঙ্গলবার আনুষ্ঠানিক অবসর নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনিই তাঁর ঊত্তরসূরি হিসেবে বিআর গাভাইয়ের নাম প্রস্তাব করেছিলেন। যদিও তাঁর কার্যকালের মেয়াদ মাত্র ছ’মাস। চলতি বছরের ২৩ নভেম্বর অবসর নেবেন তিনি। বিচারপতি বালাকৃষ্ণনের পরে দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গাভাই।
