আমুদরিয়া নিউজ: পাক দূতাবাসের এক কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি। ভারত সরকারের তরফে জানানো হয়েছে, দূতাবাসের ওই আধিকারিক তাঁর সরকারি পদের বাইরের কার্যকলাপে যুক্ত হয়ে পড়েছিলেন। তাই ওই আধিকারিককে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পাক দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে এ সংক্রান্ত নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে। শনিবারই ভারত পাকিস্তান দুপক্ষের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি হয়েছে। এরই মধ্যে পাক দূতাবাসের আধিকারিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হল। ইসলামাবাদ এর পালটা কী পদক্ষেপ করে সেটাই দেখার।
