আমুদরিয়া নিউজ: কাবেরী নদী থেকে উদ্ধার ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ’ (আইসিএআর)-এর প্রাক্তন ডিরেক্টর তথা পদ্মশ্রীপ্রাপ্ত বিজ্ঞানী সুব্বান্না আয়াপ্পনের দেহ! গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। শনিবার তাঁর দেহ উদ্ধার হয় কাবেরী নদী থেকে। কর্ণাটকের শ্রীরঙ্গপট্টনার সাই আশ্রমের কাছে নদীতে একটি দেহ ভাসতে দেখা গেলে পুলিশে খবর দেওয়া হয়। পরে সেটি আয়াপ্পনের দেহ বলে শনাক্ত করে পরিবার। কাবেরী নদীর পারে তাঁর স্কুটারও পড়ে থাকতে দেখা গিয়েছে। কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন, তা এখনও জানা যায়নি। বিজ্ঞানীর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে শ্রীরঙ্গপত্ন থানার পুলিশ একটি তদন্তকারী দল গঠন করেছে।
আয়াপ্পানকে ভারতের ব্লু রেভোলিউশনের কারিগর বলে উল্লেখ করা হয়। মাছ চাষ করার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছিল তাঁর গবেষণা। গ্রামের জনজীবন থেকে শুরু করে খাদ্য উৎপাদন সবটাই বেড়ে যায় তাঁর নতুন পদ্ধতিতে। তাঁর সেই গবেষণাকে সম্মান জানাতেই ২০২২ সালে তাঁকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়। ভুবনেশ্বর এবং মুম্বইয়ের সেন্ট্রাল ইন্সটিটিউউট অব ফিসারিজ এডুকেশনের ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি।